আশা জাগানিয়া গান
পুনঃ পুনঃ প্রভঞ্জনে লন্ড ভন্ড হয়ে গেছে স্বপ্নের শান বাঁধানো ঘাট। আশাগুলো যেন বালির বাঁধ, ভিত্তিপ্রস্তর স্থাপনের আগেই ভেঙ্গেচুরে হয়েছে খানখান। প্রত্যাশাগুলো সব অঙ্কুরেই হয়েছে বিনষ্ট। ফসলের গোলাগুলো যেন ভূগছে স্পর্শসুখের অতৃপ্ততায়। আর আমি,এখন আর সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই…