নবীনবরণ

‘নবীনেরা’ তোমাদের অভিবাদন।
কী দিয়ে করব তোমাদের বরণ?
তোমাদের করতে বরণ–
আজ আমাদের এই অনাড়ম্বর আয়োজন।

আজকের এই আয়োজন–
অস্বস্তিকর এই সমাজ থেকে একটু স্বস্তির অন্বেষণ।
চারিদিকে আজ রক্তক্ষরণ,
যত্রতত্র সন্ত্রাসীদের অবাধ বিচরন,
নেই প্রতিকার , আছে শুধু ক্রন্দন।
তোমাদের কাছে আজ একটি আবেদন–
অন্যায়ের কাছে কখনও করবেনা মাথা অবনমন।

অন্যায়কে করে পদদলন,
তোমাদের হোক উত্তরন।
জানি না আগামীতে কে কোথায় রবো,
কার কখন হবে মরণ,
শুধু এইটুকুই বলতে চাই–
আমাদের এই বরণ,
চিরদিন রেখো স্মরণ।

৬-১১-৯৬

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *