বৈসাদৃশ্য

বোধের চিত্রকল্প আঁকতে গিয়ে অজান্তে আঁকি ব্যধি,
যাতনা পোড়াতে গিয়ে চেতনা,
গুরুচন্ডালী দোষগুলো কাটছাট করতে গিয়ে ছেঁটে ফেলি দ্যোতনা
বাহুল্য- মেদ ঝেড়ে ফেলতে গিয়ে ঝাড়ি বালখিল্য হাসি।
মুখশ্রীর সৌন্দর্যে বিমোহিত হতে গিয়ে দেখি আদতে তা মুখোশ
বুকের গহীনে পুষে রাখা অরন্যে দাউদাউ দাবানল।

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *